প্রকাশিত: Sun, May 12, 2024 11:50 AM
আপডেট: Sun, Jan 25, 2026 6:13 PM

‘আমি রংসাইডে আসছি, কারণ রংসাইডে চালানোই আমার অভ্যাস’

আঁখি ভদ্র

গাড়ি বা স্কুটি নিয়ে রাস্তায় নামার আগে মোটামুটি পণ করি অযথা হর্ন বাজাবো না। ইদানীং রাস্তায় রিকশা, অটো রিকশা, সিএনজি চালকদের কাছে মোটামুটি ধমক খাই হর্ন দিই না কেন, এমন প্রশ্নে। মানসিক শান্তি বজায় রাখতে এড়িয়ে যাওয়ার কোনো তুলনা নেই, তাই সেসব ধমক হাসি মুখে এড়িয়েই ড্রাইভ করি। যদিও মাঝে মাঝে ধৈর্য্যচ্যুতি ঘটেনা এমন না। বিশেষ করে অটোরিকশা, আমি এখনো বুঝি না ওরা কোনদিকে যাচ্ছে বা আসছে, ডানে না বামে যাবে সামনে এগোবে না পিছাবে। মানে খুবই যন্ত্রণাদায়ক এক বাহন এই অটোরিকশা। 

ইদানীং আবার কিছু থেকে কিছু হলেই আমার মনে হয় হয়তো আমারই ভুল, হয়তো আমারই সমস্যা। এই হয়তো আমারই ভুল ভেবেও অনেক সময় উত্তর দিই না, ঝগড়া করি না, মতামত দিই না। যে যা বলে বলি ঠিক আছে। প্রতিদিনের মতো মিরপুর থেকে স্কুটি নিয়ে বনানী যাচ্ছি, এক অটরিকশা চালক রং সাইডে আসছে, আমাকে ধমকাতে শুরু করলেন, আমি কেন তার পথে আসছি। কেন বাসকে ওভার টেক করতে পারলাম না। 

কিছুটা হতবিহ্বল হয়ে তাকিয়ে আছি, তিনি ধমকে যাচ্ছেন আর কী কী প্রশ্ন করে যাচ্ছেন। অটোচালককে আমি বললাম, আচ্ছা ঠিক আছে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন শুধু, আপনি রং সাইডে কেন আসছেন? ন্যানোসেকেন্ড সময় না নিয়েই তিনি উত্তর দিলেন, আমি রংসাইডে আসছি। কারণ রংসাইডে চালানোই আমার অভ্যাস। আমি হাসলাম, আর ভাবলাম এই যে আত্মবিশ্বাসটা, এইটুকু থাকলে আর কিছু লাগে না। আবারও মনে হলো, উনিই ঠিক, হয়তো আমারই ভুল। ১০-৫-২৪। ফেসবুক থেকে